রমজানে ইফতার সামগ্রী বিতরণের জন্য সাহায্যের আবেদন
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান আমাদের কাছে রহমত ও বরকতের মাস। এই মাসে আমরা চেষ্টা করি নিজেদের সাধ্যমত মানুষের পাশে দাঁড়াতে। এবছর আমরা পরিকল্পনা করছি ইফতার সামগ্রী বিতরণ করার, যেন অভাবগ্রস্ত মানুষরাও রমজানের আনন্দে শামিল হতে পারে। আমাদের উদ্যোগের মধ্যে রয়েছে : ->
- দরিদ্র ও অভাবগ্রস্ত পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ।
- পথশিশু ও কর্মজীবী মানুষদের জন্য ইফতার আয়োজন।
আপনারা যারা আমাদের এই মহৎ কাজে সাহায্য করতে চান, তারা আর্থিক সহায়তা বা প্রয়োজনীয় সামগ্রী প্রদান করতে পারেন।
যোগাযোগের তথ্য:
ফোন: ০১৯১৫১৭৭৫৮০
ইমেইল: akterh1993@gmail.com
ঠিকানা: শালিধা, নরসিংদী সদর, নরসিংদী-১৬০০ ।
আপনার ছোট একটি সহায়তাও অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আসুন, সবাই মিলে মানুষের পাশে দাঁড়াই।
জাজাকাল্লাহ খাইরান।