+8801915177580
Shalida, Narsingdi Sadar, Narsingdi-1600
Donate Now
নতুন কমিটি গঠন
২০২২ সালে   আলহামদুলিল্লাহ আমাদের নতুন কমিটি আগামী ৩ বছরের জন্য। সবার কাছে দোয়া চাই কেয়ামত পর্যন্ত যেন এই সংগঠন চলে। অসহায় মানুষদের নিয়ে যেন কাজ করতে পারি। সুখে দুঃখে মানুষের পাশে থাকতে পারি। জীবন হচ্ছে প্রবাহিত নদীর মত। কখনো কারো জন্যে থেমে থাকেনা।এই ক্ষুদ্র জীবনটাকে আল্লহর রাস্তায় পরিচালিত করতে হবে। "তোমরা ভালো কাজ করো, নিশ্চয়ই আল্লাহ ভালো কাজকারীদের ভালোবাসেন।" (আল-কোরআন)